Message from the head of the organization

শিক্ষাই জাতীর মেরুদন্ড। শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহন করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়,পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায়।এক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের মূলমন্ত্র।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরনের কাঙ্খিত পরিবর্তন।এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং একটি শিক্ষা বান্ধব পরিবেশ।আমি বিনয়ের সাথে দাবি করি ভদ্রাসন গোবিন্দ চন্দ্র একাডেমীতে এসব কিছুর সম্নবয় ঘটানো সম্ভব হয়েছে।শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারন শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা,সাংস্কৃতিক,আনুষ্ঠানিক,খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা
আবুল হোসেন মিয়া প্রধান শিক্ষক ভদ্রাসন গোবিন্দ চন্দ্র একাডেমী